
বেত্রাবতী ডেস্ক।।যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছার কলাগাছিতে গাছের সাথে মোটর সাইকেলের ধাক্কায় মোস্তফা ফারুকী বাবু (৩০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।
তিনি ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের এমএ করিমের ছেলে ও উপজেলা যুবদলের সদস্য।
সূত্র জানায়, মঙ্গলবার রাতে মোস্তফা ফারুকী বাবু মোটরসাইকেল চালিয়ে নাভারণ থেকে ঝিকরগাছার দিকে আসছিলেন। পথিমধ্যে কলাগাছিতে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি রেন্ট্রি গাছের সাথে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, মোটরসাইকেলে বাবু একাই ছিলেন। অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।