
বেত্রাবতী ডেস্ক।।বেনাপোলে র্যাবের অভিযানে ওয়ান শুর্টারগানসহ ইসরাফিল হোসেন (৪০) কে আটক করা হয়েছে।
আটক ইসরাফিল হোসেন (৪০) বেনাপোল পোর্ট থানার নারায়নপুরের মৃত রবিউল ইসলামের ছেলে।
শনিবার (৫ ফেব্রুয়ারী) রাত পৌনে ৯টায় র্যাবের একটি দল ছোটআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
এ সময় তার কাছে থাকা দেশীয় তৈরি একটি ওয়ান শুর্টারগান এক রাউন্ড গুলি ও একটি মোবাইলসহ হাতেনাতে তাকে আটক করা হয়।
আসামীকে অস্ত্র মামলা দিয়ে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।