
বেত্রাবতী ডেস্ক।।শার্শায় আম গাছে স্প্রে করতে যেয়ে গাছ থেকে পড়ে জমিরুদ্দিন(৪০) নামে এক দিনমজুর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
শুক্রবার দিবাগত রাত আড়াইটায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের তিনি মারা যায়। গত ১১জানুয়ারি সকালে উপজেলা চালিতাবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জমির উদ্দিন উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের লালু সরদারের ছেলে।
নিহতের ভাই আছির উদ্দিন জানান গত ১১ জানুয়ারি সকালে একই এলাকার রেজাউলের আমবাগান আম গাছে স্প্রে করতে যেয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহত জমির উদ্দিন কে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসাধীন অবস্থায় সার্জারি বিভাগের ইন্টার্ন চিকিৎসক জাফর শুক্রবার দিবাগত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।