বেত্রাবতী ডেস্ক।। যশোরের শার্শায় বিদেশ প্রবাসীর স্ত্রীকে পরকিয়া প্রেমে বাধা দেওয়ায় লাভলী খাতুন (২৪) নামে এক সন্তানের জননী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে শার্শার জিরেগাছা দায়পাড়া গ্রামে। গৃহবধু লাভলী খাতুন জিরেন গাছা গ্রামের মৃত শাহাজান আলীর ছেলে বিদেশ প্রবাসী তরিকুল ইসলাম স্ত্রী।
স্থানীয়রা জানান, বিদেশ প্রবাসী তরিকুলের স্ত্রী লাভলী খাতুন ৭ বছরের একটি মেয়ে নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করতেন। এক পর্যায় স্বামী বিদেশ থাকায় লাভলী খাতুন পাশ্ববর্তি গ্রামের এক ব্যাক্তির সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এই ঘটনা জানাজানি হলে রবিবার সকালে লাভলী খাতুনের মা ছায়রা খাতুন মেয়ের বাড়ি জিরেনগাছা গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে আসে। লাভলীর মা মেয়ের বাড়িতে এসে তার মেয়ের নামে পরকীয়ার কথা শুনে মেয়েকে বকাবকি করে। এ সময় মায়ের বকুনি খেয়ে রাগে ও ক্ষোভে লাভলী খাতুন বাজার থেকে গ্যাস ট্যাবলেট কিনে এনে মায়ের উপস্থিতিতে ঘরের দরজা দিয়ে গ্যাস ট্যাবলেট খায়।
এ সময় স্থানীয় প্রতিবেশিরা ঘরের দরজা ভেঙ্গে লাভলী খাতুনকে প্রাথমিক ভাবে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারন হাসপাতালে ভর্তি করে।সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে লাভলী খাতুনকে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে লাভলী খাতুন মৃত্যু বরন করে।
লাভলীর স্বামী বিদেশ থাকায় ও তার মা ছায়রা খাতুনের কারো বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় সোমবার দুপুরে লাভলী খাতুনতে তার বাপের বাড়ি মহেশপুরে দাফন করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ আমির আব্বাস বলেন, আত্মহত্যাকারী লাভলী খাতুনের স্বজনদের কোন অভিযোগ না থাকায় এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।