
বেত্রাবতী ডেস্ক।। সারা দেশের ন্যায় উৎসব মুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তার মধ্যে যশোরের শার্শার বাগআঁচড়ায় পরীক্ষা কেন্দ্রে এইচ এসসি পরীক্ষার প্রথম দিন (বাংলা ১ম পত্র) শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
রোববার সকাল ১০টা থেকে শুরু হওয়া বাংলা প্রথম পত্রের পরীক্ষায় বাগআঁচড়া কেন্দ্রের দুটি ভেন্যু ডাঃ আফিল উদ্দীন ডিগ্রি কলেজ ও ডঃ মসিউর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৫শ৬০ জন। এর মধ্যে ২৪৩ জন ছাত্র ও ৩১৭জন ছাত্রী।
বাগআঁচড়া পরীক্ষা কেন্দ্রেের সচীব বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দীন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান,পরীক্ষার প্রথম দিনে ৫৬০জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫৪জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। এর মধ্যে ৬জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর মধ্যে ৩জন ছাত্র ও ৩জন ছাত্রী। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব মুখর পরিবেশ পরীক্ষা শান্তিপূর্ন ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান,একাডেমিক অফিসার নুরুজ্জামান পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
উল্লেখ্য শার্শা উপজেলায় এবার এইচএসসি পরীক্ষায় ৫ টি কেন্দ্রে মোট ১ হাজার ৭৮৫ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও প্রথম দিন অনুপস্থিত ছিলো ১৫ জন।এর মধ্যে ছাত্রের সংখ্যা ৪ জন এবং ছাত্রী ১১ জন।