বেত্রাবতী ডেস্ক।। যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামে পুকুরে ডুবে রিক্তা খাতুন নামে ২০ বছর বয়সী বাক প্রতিবন্ধী এক যুবতী মৃত্যু হয়েছে। সে ঐ গ্রামের নজরুল ইসলামের একমাত্র মেয়ে।
মঙ্গলবার দুপুরে সে তার চাচা কেরামত আলীর পুকুরে গোসল করতে নামে। কিছু সময় পর তার ওড়না ভাসতে দেখে তার ফুফু পুকুরে নেমে
খুজতে গিয়ে তার লাশ খুজে পায়। পরে স্থানীয়রা রিক্তার লাশ উদ্ধার করে তার শরীর থেকে পানি বের করার চেষ্টা করে ব্যার্থ হয়।
রিক্তার চাচাতো ভাই সেলিম জানায়, রিক্তার ফিটের রোগ ছিলো। পরিবারের দাবী গোসলের সময় সে হঠাৎ ফিট হওয়ার কারনে পানিতে ডুবে যায়। কেউ বিষয়টি খেয়াল না করার কারনে তার মৃত্যু ঘটে। তার নাকে মুখে কাঁদামাটু মাখানো ছিলো।
আছর নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।