ঢাকাশনিবার , ১৩ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছার খাটবাড়িয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বেত্রাবতী ডেস্ক।।
এপ্রিল ১৩, ২০২৪ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের খাটবাড়িয়া সরকরী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষে ফ্রি ‘মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১২ এপ্রিল) উপজেলার খাটবাড়িয়া সমাজ কল্যান পরিষদের উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী ২শতাধিক নারী পুরুষদের বিনামুল্যে চিকিৎসা সেবা দেন হৃদরোগ, ডেন্টিস্ট, গাইনি,ডায়াবেটিস,অর্থপেডিক্স, নাক, কান গলা,শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ ১৫ চিকিৎসক।এ ছাড়া ক্যাম্পে বিনামুল্যে ওষুধ ওষুধ সরবরাহ, ব্লাড পেশার নির্ণয়, রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ডা: তৌহিদুজ্জামান তুহিন এমপি।

তিনি বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষে এই মহৎ প্রচেষ্টার অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।যারা প্রায়ই স্বাস্থ্যসেবার সুবিধাগুলো থেকে বঞ্চিত হয় তাদেরকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য সেবার চাহিদাগুলো পূরণ করার যে চেষ্টা আজকের তরুণ সমাজ করছে তাতে আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম,যশোর জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম বাপ্পি,সমাজ সেবক হাফিজুর রহমান,সাংবাদিক ইমরান রশিদ,সমাজ কল্যান পরিষদের সভাপতি নুরুল ইসলাম ,সাবেক ছাত্রলীগ নেতা কবিরুজামান মিঠু ,ফজের আলী, সমাজ কল্যান পরিষদের সকল সদস্য গন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।