ঢাকারবিবার , ১০ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শার আমলাই গ্রামে গলায় দা ধরে গৃহবধূকে ধর্ষণকারী সেই লম্পট ইমাম আটক 

বেত্রাবতী ডেস্ক।।
মার্চ ১০, ২০২৪ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। যশোরের শার্শার আমলাই গ্রামে গলায় দা ধরে গৃহবধূকে ধর্ষণকারী সেই লম্পট ইমাম হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ।

রবিবার(১০ মার্চ) দুপুরে উপজেলার আমলাই গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে শার্শা থানা পুলিশ।

পুলিশ জানায়,গত শনিবার বিকালে নির্যাতিতা গৃহবধূ থানায় এসে মামলা দায়ের করলে ধর্ষক ইমামকে আটক করতে মাঠে নামে পুলিশের একটি টিম।মাঠে নেমে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান নিশ্চিত করে মামলা হওয়ার ২৪ঘন্টার মধ্যে  তার নিজ গ্রাম আমলাই থেকে তাকে আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মনিরুজ্জামান পিপিএম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটক আসামীকে সোমবার আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য,উপজেলার আমলাই গ্রামে রাতের বেলা গৃহবধূ (২১)কে একা পেয়ে গলায় ধারালো দা ধরে মৃত্যুর ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে লম্পট ইমাম হোসেন এবং  বিষয়টি সে স্থানীয় মাতব্বর দের ম্যানেজ করে ভয়ভীতি দেখিয়ে নির্যাতিতা পরিবার কে বিষয়টি চেপে যাওয়ার জন্য চাপ দেয়।পরে সাংবাদিকদের কাছে খবর এলে সাংবাদিকরা সরজমিনে সত্যতা পেয়ে  পুলিশকে বিষয়টি জানান।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম কামরুজ্জামান পিপিএম নির্যাতিতা পরিবারের সাথে যোগাযোগ করে তাদের আইনি সহায়তার আশ্বাস দিলে ভুক্তভোগী গৃহবধূ থানায় এসে ইমাম হোসেনের নামে ধর্ষণের মামলা দায়ের করেন এবং পুলিশ লম্পট ধর্ষক ইমাম কে আটক করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।