
বেত্রাবতী ডেস্ক।। যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাগআঁচড়া ঔষধ ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুলের আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৪ মার্চ)বিকালে বাগআঁচড়া হাইস্কুল মার্কেট এর দ্বিতীয় তলায় বিসিডিএস ভবনে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি শার্শা উপজেলা শাখার আয়োজনে বাগআঁচড়া শাখার সভাপতি আলহাজ্ব ডাঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ইমরুল হাসান হিরার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি শার্শা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ সাখাওয়াত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ঔষধ ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়া,ঔষধ কোম্পানির প্রতিনিধি গোলাম রব্বানি রিপন সহ বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি বাগআঁচড়া শাখার সকল সদস্য, ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ ,বাগআঁচড়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সবশেষে দোয়া পরিচালনা করেন বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব খায়রুল আলম।