ঢাকাবুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ ২৪ বছর পর বিদ্যালয় প্রাঙ্গনে নির্মিত স্হায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পেরে খুশি শিক্ষক ও ছাত্রছাত্রীরা

মিজানুর রহমান মিনু।।
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মিনু, কাজিপুর প্রতিনিধি।।”আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৯৫২ এর ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি  বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে নির্মিত স্থায়ী শহীদ মিনারে গভীর শ্রদ্ধা জানাতে পেরে খুশি শিক্ষক ও ছাত্রছাত্রীরা।

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কে,সি,আর জমিলা মজিবর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এ প্রতিনিধিকে জানান,কে,সি,আর জমিলা মজিবর রহমান উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দীর্ঘ ২৪ বছর যাবত কলা গাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেন।

২০২৪ সালের ২১ শে ফেব্রুয়ারি প্রথম বার বিদ্যালয় প্রাঙ্গনে স্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কে,সি আর জমিলা মজিবর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও কর্মচারীরা।

ছাত্রছাত্রীরা বলেন, আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত স্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে  আমরা অত্যন্ত আনন্দিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।