বেত্রাবতী ডেস্ক।। বেনাপোলে পৃৃথক দুটি অভিযানে ৪০ বোতল ফেন্সিডিল সহ ১জন মাদক ব্যবসায়ী ও বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকসহ ২জন চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।
আটক আসামীরা হলেন, ঢাকার কেরানিগঞ্জের আব্দুল হাইয়ের মেয়ে ফারজানা (৩৫) ও বেনাপোল পোর্টথানার ভবেরবেড় গ্রামের মৃত আলতাফ গাজীর ছেলে আল-আমিন গাজী (৩০) ও শাহিন হোসেনের ছেলে তুষার হোসেন (২৫) উভয় থানা বেনাপোল, যশোর।
সোমবার ( ১৯ ফেব্রয়ারী) বিকালে পোর্টথানা পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া মোড়স্থ হাজী বিরিয়ানী হাউজের সামনে পাকা রাস্তার উপর হতে ভারতীয় ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
অপর দিকে বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামস্থ এমপি মার্কেটের বটতলা মোড়ে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫০০ পিচ ইয়াবা ও ১২০০ পিছ ভারতীয় কোবা কসমেটিক্স পন্য দুই চোরাকারবারিকে আটক করা হয়। জব্দকৃত আলামতের মূল্য-১,২৪,০০০/- (এক ল চব্বিশ হাজার) টাকা
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে দুইটি মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।