
মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।সিরাজগঞ্জের কাজিপুরে বন্যাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীনবরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে(১১ফেব্রয়ারী) নবীন বরন উপলক্ষে ইন্সটিটিউট প্রাঙ্গনে আলোচনা সভায় আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান, কাজিপুর পৌর মেয়র আঃ হান্নান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সহ প্রমূখ ।
এসময় আরো উপস্হিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহরাব হোসেন সহ সকল নেতৃবৃন্দ।