
বেত্রাবতী ডেস্ক।।শার্শার বাগআঁচড়ায় মোস্তফা কামালের বসতবাড়িতে দিনের বেলায় এক দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এসময় চোরেরা ঘরের তালা ভেঙে ঘরে নগদ ৩ লক্ষ টাকা ও ৩ ভরি ওজনের স্বর্নলংকার ও ঘরের সমস্ত মালামাল সহ সর্বমোট ৯/১০লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়েছে।
লিখিত অভিযোগে বাগআঁচড়া গ্রামের আশানুর রহমানের ছেলে মোস্তফা কামাল জানান,গত ১৪ ডিসেম্বর সকাল ১০টায় বাসা থেকে বের হয়ে বিকাল ৪টায় বাসায় ফিরে আসেন।ফিরে এসে দেখেন ঘরের তালা ভাঙা এবং ঘরের মালামাল এলোমেলো ভাবে ছড়ানো ছিটানো। এসময় প্রতিবেশীদের সাথে বললে তারা কিছুই জানেন না বলে জানান।চোরেরা নগদ টাকা,স্বর্নলংকার ও মালামাল সহ সব মিলিয়ে প্রায় ৯/১০লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে বলে লিখিত অভিযোগ জানিয়েছে ভুক্তভোগী মোস্তফা কামাল। আাশে পাশের সিসিটিভি ফুটেজে চোরের দলের বাসায় ঢোকা ও বের হওয়ার দৃশ্য দেখা হলেও চোরেদের শনাক্ত করা সম্ভব হয়নি।
এব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী মোস্তফা কামাল ।