নিজস্ব প্রতিনিধি।।দেশবাসীকে মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর এর শুভেচ্ছা জানিয়েছেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সহিদ সরোয়ার।
লাল সবুজের স্মৃতি ঘেরা নিশান আমার উড়ে।
কিনেছিলাম রক্ত দিয়ে বিজয় ডিসেম্বরে।
মাগো তোমার চোখের জ্বলে, জয় বাংলা ধবনি তুলে, হাজার ছেলে প্রাণ দিল ঐ নতুন আশার ভোরে।
সকলকে বিজয় দিবসের প্রাণঢালা শুভেচ্ছা শুভ বিজয় দিবস।।
তোমার মাঝেই স্বপ্ন শুরু, তোমার মাঝেই শেষ।তবুও ভাললাগা ভালোবাসাময় তুমি,আমার বাংলাদেশ শুভ বিজয় দিবস।।
১৬ই ডিসেম্বর তুমি বাঙালি অহংকার। তুমি কোটি জনতার বিজয় নিশান, স্বাধীন বাংলার স্বাক্ষর। সকলকে বিজয় দিবসের প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন শুভ বিজয় দিবস।।
প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।শুভ বিজয় দিবস।
১৬ই ডিসেম্বর, তুমি মহা বিজয়ের মহা উল্লাস। তুমি বিধবা মায়ের বন্দী শ্বাসের শান্তির নিঃশ্বাস।শুভ বিজয় দিবস।
১টি যুদ্ধ, ৯টি মাস, ৭জন বীরশ্রেষ্ঠ, ১টি দেশ।সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। শুভ বিজয় দিবস।।
ছন্দে ছন্দে দেশবাসীকে বিজয় দিবসের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সহিদ সরোয়ার।