ঢাকাবুধবার , ৬ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

কলারোয়া প্রেসক্লাবের আয়োজনে পাক হানাদারমুক্ত দিবস পালিত

আতাউর রহমান।।
ডিসেম্বর ৬, ২০২৩ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

আতাউর রহমান কলারোয়া প্রতিনিধি।।কলারোয়া প্রেসক্লাবের আয়োজনে পালিত হলো ৬ ডিসেম্বর কলারোয়া পাক হানাদারমুক্ত দিবস।

বুধবার এ উপলক্ষে প্রেসক্লাবের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়। বুধবার সকাল ৮ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে বিজয় শোভাযাত্রায় অংশ নেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

পরে কলারোয়া প্রেসক্লাবের নিজস্ব ভবনে আয়োজিত দিবসের আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি অধ্যাপক এমএ কালামের সভাপতিত্বে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক সমাজ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহবান জানান। সেই সাথে আগামী বছর থেকে উপজেলা ব্যাপী দিবসটি পালনের জন্য উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, প্রভাষক সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আতাউর রহমান, সরদার জিল্লুর রহমান, আসাদুজ্জামান আসাদ, সুজাউল হক, রাজু রায়হান প্রমুখ।

শেষে শহীদ মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।