মিজানুর রহমান মিনু, কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি।।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনে তৃতীয় বারের মতো নৌকার মাঝি প্রকৌশলী তানভীর শাকিল জয় দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার (২৯নভেম্বর) বিকাল ৪টায় তানভীর শাকিল জয় সহকারি রির্টানিং অফিসার ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুখময় সরকারের নিকট এই মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন , সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ মনোনয়নপত্রে উল্লিখিত প্রস্তাবকারী ও সমর্থকারীগণ।
এর আগে তানভীর শাকিল জয় স্বাধীনতা স্কয়ারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
মনোনয়নপত্র জমাদানের পরে তিনি কাজিপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মিদের সাথে মতবিনিময় করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।