
কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।৩রা নভেম্বর জেল হত্যা দিবসে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক প্রধানমন্ত্রী শহীদ এম মনসুর আলী সহ জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায় করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩রা নভেম্বর (শুক্রবার) সকাল ১০টায় কাজিপুর উপজেলার সিমান্ত বাজার ঐতিহাসিক মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর এর সামনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইউনুস উদ্দিন এর সভাপতিত্বে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ সালাম এর সঞ্চালনায় আলোচনা সভায় শহীদ এম মনসুর আলীর স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ খান, গান্ধাইল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাজামাল, শুভগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান বিএসসি সহ সকল মুক্তিযোদ্ধাগন, এলাকার ময়মুরুব্বিগন।
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুজিব পরিবারের সকল সদস্য, জাতীয় নেতা শহীদ এম মনসুর আলী সহ জাতীয় চার নেতা ও প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আঃ সালাম। দোয়া শেষে তাবারক বিতরণ এর মাধ্যমে সমাপ্তি ঘটে।