
কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি।।সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় শনিবার (২১অক্টোবর)প্রধান অতিথি হিসেবে চালিতাডাঙ্গা ইউনিয়নের বর্শীভাঙ্গা দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্বোধন ও সাতকয়া পাকা রাস্তা হতে মাথাইলচাপড় পাকা রাস্তা পর্যন্ত পাকা করণ এর শুভ উদ্বোধন করেন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, চালিতাডাঙ্গা উপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল,চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রঞ্জু তরফদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও কাজিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, উপজেলা সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল শাওন, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার সহ সকল নেতৃবৃন্দ।
সোনামুখি ইউনিয়নে বিকাল সাড়ে তিনটায় সোনামুখি ইউনিয়নের রশিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭ ও ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি তানভীর শাকিল জয়।
এসময় উপস্থিত ছিলেন সোনামুখি ইউপি চেয়ারম্যান শাজাহান আলী খান, সোনামুখি ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ রাজ্জাক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাষ্টার সহ নেতৃবৃন্দ।।
এর আগে সকালে কাজিপুরের পৌরসভার পূজা মণ্ডপ, কাজিপুর ইউনিয়নের সিংড়াবাড়ি পূজা মণ্ডপ, বরইতলী বারোয়ারী পূজা মণ্ডপ, বারোয়ারী নব পূজা মণ্ডপ, মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা কুনকুনিয়া গ্রামের দুটি পূজা মণ্ডপ, পরিদর্শন করেন এমপি তানভীর শাকিল জয়।
এসময় সফর সংগী ছিলেন কাজিপুর উপজেলা পূজা মণ্ডপ পরিষদের সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক।
রতনকান্দি ইউনিয়নে বাদ আসর বাহুকা হাইস্কুল মাঠে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় উপস্থিত হয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।।
শুভগাছা ইউনিয়ন,সন্ধায় শুভগাছা ইউনিয়নের তারাকান্দি পূজা মণ্ডপ ও গান্ধাইল ইউনিয়নের গান্ধাইল গ্রামের পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
রাত সাড়ে ৮টায় রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া চৌরাস্তা বাজার মাদ্রাসার ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।
সোনামুখি ইউনিয়নে রাত নয় টায় হরিনাথপুর পূজা মণ্ডপ, সাড়ে নয়টায় চরকাদহ পূজা মণ্ডপ, ১০টায় সোনামুখি পূজা মণ্ডপ, পরিদর্শন করেন এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পূজা মণ্ডপ পরিষদের সভাপতি উজ্জ্বল কুমার ভৌমিক সহ নেতৃবৃন্দ।