
বেত্রাবতী ডেস্ক।। সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় যশোরের শার্শা উপজেলার দুই সাংবাদিক জখম হয়েছেন।এঘটনায় আরো দুইজন আহত হয়েছে ।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে কলারোয়া উপজেলার চারা বটতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত দুই সাংবাদিক হলেন এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি সেলিম আহমেদ ও দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রতিনিধি জয়নাল আবেদীন।
জানা যায়,সংবাদ সংগ্রহের কাজে তারা মোটরসাইকেল যোগে কলারোয়ার দিকে যাচ্ছিলেন।পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে একটি ভ্যানের সাথে সংঘর্ষে তারা মারাত্মক জখম হয় এবং মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়।
এসময় স্থানীয়দের মাধ্যমে সহকর্মীদের খবর দিলে সহকর্মীরা আহত সাংবাদিকদের উদ্ধার করে সেলিমকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ও জয়নাল কে ট্রমা ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে এবং তাদের অবস্থা আশংকামুক্ত বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।