কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি।।আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৪নং শুভগাছা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
১২অক্টোবর (বৃহস্পতিবার) রাত ১০টা শুভগাছার রহিচ মিলেটারী মোড় শুভগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি প্রকোশলী তানভীর শাকিল জয়।
তিনি বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ব ভাবে কাজ করতে হবে।
আপনারা শত্রুকে কখনো ছোট করে দেখবেন না, ভোটারের কাছে দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌছে দেন, নির্বাচনের আগ পর্যন্ত ভোটারের কাছে যেতে থাকেন, ভোটারদের বলেন তারা যেন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন সম্পর্কে জানতে পারে। শেখ হাসিনা মানেই বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়, শেখ হাসিনার সরকার আওয়ামীলীগ সরকার মানেই শান্তির সরকার।
আওয়ামীলীগ খালি মাঠে গোল করা পছন্দ করে না, আওয়ামীলীগ খেলেই গোল দেবে, বাংলাদেশের মানুষ জানে মিথ্যাবাদী ফখরুল এর মত লোক জন ক্ষমতায় আসলে এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না।
বিএনপির আমল ২০০১ থেকে ২০০৬ সালের শাসন বাংলাদেশের মানুষ ভুলে নাই, কৃষক সার চাইলে তাকে গুলি করে হত্যা করার কথা, মানুষ ভুলে নাই খুটি আছে কিন্তু বিদুৎ নাই, খালি খাম্বা পুতে রেখেছিল।
তিনি আরও বলেন, আমার বাবা মোহাম্মদ নাসিম সবার ভাই রিক্সাচালকের ভাই, অটো চালকের ভাই তিনি আপনাদের সবার ভাই, সবাই তাকে নাসিম ভাই বলে ডাকতেন। আপনারা দোয়া কোরবেন আমি যেন আমার দাদা ও বাবার মত মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত সুখ দুঃখের সাথী হিসেবে আপনাদের পাশে থাকতে পারি।
সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান বিএসসির সঞ্চালনায় বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, শুভগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান খোকা,রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম জুড়ান,শুভগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এস কে নুর মোহাম্মদ, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি খোরশেদ আলম খুশু, শুভগাছা ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নয়ন সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিল্টন, সহ সকল ইউনিটের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামীযুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার প্রমুখ সহ সকল ইউনিট এর নেতৃবৃন্দ।