বেত্রাবতী ডেস্ক।। যশোরের শার্শার বাগআঁচড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার বাগআঁচড়া সাতমাইল মাঠপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক সাতমাইল মাঠপাড়া গ্রামের মৃত রমজান মোল্লার ছেলে।
নিহতের পারিবারিক সুত্রে জানাযায়, ঘটনার দিন রাতে আব্দুর রাজ্জাক বাড়ীর বিদ্যুত লাইনের পড়ে থাকা ড্রপ তার সরাচ্ছিলো। এ সময় তিনি অসাবধানতা বসত বিদ্যুতায়িত হয়ে পড়ে থাকেন। এ অবস্থা দেখে প্রতিবেশীরা উদ্ধার করে বাগআঁচড়া জোহরা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ ব্যপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।