মিজানুর রহমান মিনু,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার (৩৬নং বীর শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়) ১ম স্মার্ট প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্বোধন করলেনসি রাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান
বৃহস্পতিবার (২১সেপ্টেম্বর) উপজেলার ৪নং শুভগাছা ইউনিয়নের ৩৬নং বীর শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১ম স্মার্ট প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
পরে অত্র বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুখময় সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং ছাত্র ছাত্রীদের মাঝে দুপুরের খাবার (মিডডে মিল) বিতরণ করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, বীর শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অমিত হাসান নয়ন।
বীর শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১০জন ছাত্রছাত্রীর জন্য প্রতিদিন ব্যাক্তিগত উদ্যোগে দুপুরের খাবারের (মিডডে মিল) ব্যাবস্থা করেছেন বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি অমিত হাসান নয়ন।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, প্রধান শিক্ষিকা নুরজাহানা খাতুন প্রমুখ।
এর আগে শুভগাছা ইউনিয়ন পরিষদকে জয় বাংলা ইউনিয়ন স্মার্ট সেন্টার এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুখময় সরকারের সভাপতিত্বে, সহকারী কমিশনার (ভুমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান, বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,শুভগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন প্রমুখ।
এসময় উপরোক্ত নেতৃবৃন্দ সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যগন উপস্থিত ছিলেন।