ঢাকাশুক্রবার , ২ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

টানা ৫দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন কলারোয়ার সেই দগ্ধ ভ্যান চালক 

কলারোয়া প্রতিনিধি
জুন ২, ২০২৩ ২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

কলারোয়া প্রতিনিধি।। টানা ৫দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন কলারোয়ার সেই দগ্ধ ভ্যান চালক আব্দুল কাদের। বৃহস্পতিবার ভোরে ঢাকা  মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যুর খবর নিশ্চিত করে চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে মৃত্যুবরণ করেন আব্দুল কাদের (৩০)। একই ঘটনায় ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন আব্দুল কাদেরের স্ত্রী ও তার শিশু কন্যার অবস্থাও বর্তমানে সংকটাপন্ন।

প্রসঙ্গত, গত ২৭ মে দিবাগত গভীর রাতে কলারোয়ার সীমান্তবর্তী চন্দনপুর গ্রামে এক ভ্যান চালকের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে একই পরিবারের ৩ সদস্যকে পুড়িয়ে হত্যার চালায় দুর্বৃত্তরা। সেই সময় ঘরে ছড়িয়ে পড়া আগুনের লেলিহান শিখায় ভয়ানকভাবে দগ্ধ হওয়া আব্দুল কাদের, স্ত্রী শারমিন খাতুন ও মেয়ে  ফাতেমাকে গত ২৮ মে সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।