ঢাকাশুক্রবার , ৩ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে শহীদ এম মনসুর আলী স্মৃতি ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন করলেন খলিলুর রহমান সিরাজী

মিজানুর রহমান মিনু।।
ফেব্রুয়ারি ৩, ২০২৩ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মিনু কাজিপুর প্রতিনিধি, সিরাজগঞ্জ।।সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু তালেব এর সার্বিক সহযোগিতায় ও তত্বাবধানে কাজিপুরে সোনামুখীতে শহীদ এম মনসুর আলী স্মৃতি ভলিবল প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

এসো খেলাধুলা চর্চা করি, সুস্থ সুন্দর জীবন গড়ি প্রতিপাদ্যে ভাষা শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণে কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের নব জাগরণ ক্রীড়া সংঘের আয়োজনে শহীদ এম মনসুর আলী স্মৃতি ভলিবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে সোনামুখী হাই স্কুল মাঠে ভলিবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।

তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সুশৃঙ্খল, মেধাবী ও আত্ব প্রত্যয়ী হওয়ার পথ সুগম করে।বিভিন্ন অনাচার, ব্যভিচার, মাদক থেকে যুবকদের ফিরিয়ে আনতে, বেশি বেশি খেলাধুলার আয়োজন করার তাগিদ দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, খেলা পরিচালনা করেন, শহীদ এম মনসুর আলী স্মৃতি ভলিবল প্রতিযোগিতার সভাপতি পলাশ বাবু রনি, সাধারণ সম্পাদক ইমরান হোসেন সজল, ধারা ভাষ্যকার সহকারী অধ্যাপক আব্দুল জলিল ও এটিইও আমিনুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার। নক- আউট পদ্ধতিতে খেলায় আটটি দল অংশ গ্ৰহণ করেছেন। উদ্বোধনী দিনে গুড মর্নিং শেরপুর ভলিবল ক্লাব বনাম মাস্টার্স স্পোটিং ক্লাব কাজিপুরের মধ্যে অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।