
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের দরিদ্র প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বেঞ্চ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকালে চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার।
২০২২-২৩ অর্থ বছরে লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট -৩ (এলজিএসপি-৩) এর আওতায় এ উপকরণ বিতরণের আয়োজন করে চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ।
এসময় ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৩ জন প্রতিবন্ধী কে ১৩টি হুইলচেয়ার দেয়া হয়।
এছাড়া ১৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪৬ জোড়া প্লাস্টিকের বেঞ্চ ও চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজকে ৮ জোড়া কাঠের বেঞ্চ দেয়া হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, ইউনিয়ন পরিষদের সচিব খোরশেদ আলম, চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, ইউপি সদস্য আঃ সামাদ, এরশাদ হোসেন, শামীম রেজা মিনু, মুকুল হোসেন, আব্দুল আজিজ সহ সকল ইউপি সদস্য, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ।