ঢাকাশুক্রবার , ২ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় পুলিশের উপর পাচারকারীদের বোমা হামলা,৩০টি স্বর্নের বারসহ আটক-২, নিহত-১

বেত্রাবতী ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২২ ৯:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। যশোরের নাভারন-সাতক্ষীরা মহাসড়কের জামতলার পাঁচপুকুর নামক এলাকার  ওরিয়েনটাল ওয়েল কোম্পানি, লিঃ ফ্যাক্টারির সামনে থেকে (৯ কেজি ৭শ ৫৮ গ্রাম ওজনের) ৩০টি স্বর্নের বারসহ রবিন (৩৫,) পিতা আবুল সরকার ও আবুল কাশেম (৩৫) পিতা কবির হোসেন নামে দুইজন স্বর্ন পাচারকারীকে ১টি প্রাইভেট কারসহ (ঢাকা মেট্রো-গ  ২২-০৪২৪) আটক করেছে যশোর ডিবি ও শার্শা থানা পুলিশ সদস্যরা। এসময় পাচারকারীরা পুলিশের উপর বোমা হামলা চালিয়েছে বলে পুলিশ জানায়।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে স্বর্নের বারসহ পাচারকারীদের আটক করা হয়।

আটক উভয়ের বাড়ি কুমিল্লা জেলার হোমনা ও দাউদকানদি উপজেলার সাজাদিয়া এলাকার বাসিন্দা।

স্বর্ন উদ্ধারের সময় পুলিশ ও পাচারকারীদের মধ্যে হামলার ঘটনা ঘটে। ওই সময় ২৫-৩০টি মোটর সাইকেল যোগে প্রায় ৪০-৫০ জন যুবক পুলিশের উপর বোমা বর্ষন করে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি এবং রাবার বুলেট নিক্ষেপ করে বলে পুলিশ জানায়।

হামলাকারীদের ফেলে যাওয়া ৩টি মোটর সাইকেল জব্দ করা হয়। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান।

যশোরের নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান বলেন, গোপন সুত্রে খবর পেয়ে নাভারন সাতক্ষীরা সড়কের জামতলা এলাকার পাঁচপুকুর নামক স্থানে অভিযান চালায় যশোর ডিবি ও শার্শা থানার টহল দলের পুলিশ সদস্যরা। কৌশলে ছদ্ম বেশে দীর্ঘদিন ধরে স্বর্নপাচার করে আসছে সীমান্তের গডফাদাররা। সীমান্ত পথে ভারতে স্বর্ন পাচারকালে তাদের আটক করা হয়।

এ সময় রবিনের শরীরে ও গাড়ির মধ্যে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৯ কেজি ৭৫৮ গ্রাম ওজনের ৩০ পিস সোনার বার পাওয়া যায়।যার মুল্য আনু মানিক সাড়ে ৭ কোটি টাকা।

স্বর্নসহ পাচারকারীদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে এবং আসামীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া ধীন।

তিনি আরও জানান, স্বর্ণের পাচার রোধে সীমান্ত এলাকায় স্বর্ণ চোরাচালানের গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এবং এ ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।