মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।মানবিক সংগঠন ভয়েস অব কাজিপুরের ঘর উপহার পেলেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা গ্রামের মিনা খাতুন, কাজিপুর পৌরসভার বেড়িপোটল গ্রামের নাজমা খাতুন।
শনিবার (৪জুন) বিকালে শুভগাছা ইউনিয়ন পরিষদ মাঠে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে ভয়েস অব কাজিপুরের অর্থায়নে নির্মাণ ঘরের চাবি অসহায় মিনা ও নাজমার হাতে তুলে দেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের অন্যতম সহ-সভাপতি ও সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভয়েস অব কাজিপুরের সভাপতি সাখাওয়াত হোসেন সন্টু, পৌর মেয়র আঃ হান্নান তালুকদার।শুভগাছা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, শুভগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান (বিএসসি)।উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, সহসভাপতি খোরশেদ আলম খুশু,সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার।উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার সহ সকল নেতৃবৃন্দ।