
বেত্রাবতী ডেস্ক।।ঝিকরগাছার হাজিরবাগ ইউনিয়ন বাস কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তরুন সমাজ সেবক যুবলীগ নেতা জাকির
ঈদ আসতে অল্প সময় বাকি , এতো খুশী কোথায় রাখি , বলাটা খুব ইজি , ঈদের কাজে সবাই বিজি, একটি বছর ঘুরে আসবে সেই দিন ঈদের খুশী বিলিয়ে দেওয়ার প্রস্ততি নিন। ঈদের কাজে আনন্দ টা সবার মাঝে নিয়ে হাসিখুশি ময়। সবার প্রতি জানাই ঈদ মোবারাক’।
পবিত্র ঈদুল ফিতর ইসলাম ধর্মের সবচেয়ে বড় উৎসব। প্রত্যেক মুসলমান অধীর আগ্রহে এই মহান উৎসব পালনের জন্য অপেক্ষা করে। রমজান মাসের ৩০ দিন রোজা রাখার পর চাঁদ দেখে ঈদ উল ফিতর উৎসব পালন করা হয়। এই বিশেষ উত্সবে লোকেরা নামাজ পড়ে আল্লাহর নিকটে সুখ ও শান্তির জন্য দোয়া কামনা করে এবং একে অপরকে আলিঙ্গন করে পবিত্র ঈদুল ফিতরের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে থাকে। এছাড়াও ঈদের দিন ঘরে বিভিন্ন ধরণের খাবার তৈরি করে একে অপরকে অভ্যর্থনা জানানো হয়।ঈদ হলো ভ্রাতৃত্ব ও মিলনের উৎসব। সমস্ত বিভেদ ঘুচিয়ে একে অপরের বুকে টেনে নিয়ে অভিনন্দন ও ভালোবাসা বিনিময় করার দিন। ১দিন রোজা বলল হেসে, বিদায় আমর খুব কাছে. কষ্ট দিয়েছি অনেক দিন কিভাবে দিব সেই ঋণ? তাই ঈদের দিন দিলাম তোমায়, খুশি হও তোমরা সবাই।
ঈদকে সামনে রেখে তরুন সমাজসেবক ও যুবলীগ নেতা জাকির হোসেন বলেন,ইসলাম ধর্ম শান্তির ধর্ম। এক মাস রোজা রাখার পর পালন করা হয় পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতরকে উপলক্ষে আমরা অনেক ধরনের আনন্দ উৎসব করে থাকি। ঈদ আসলে ঈদের দিন মুসলমানরা অনেক ধরনের খাবারের আয়োজন করে থাকে। ঈদের দিন সকল মুসলমানরা ভালো খাবার এবং নতুন পোশাক পরিধান করে থাকে। ঈদুল ফিতরকে সুন্দর ভাবে উদযাপন করার জন্য মুসলমানরা ঈদের শুভেচ্ছা বার্তা সবার মাঝে পৌঁছে দেয়।
আমার প্রানের হাজিরবাগ ইউনিয়ন সহ উপজেলা বাসীকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।আল্লাহ পাক সকলকে হেফাজতে রাখুক।আমিন।