ঢাকাসোমবার , ১৮ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছার বিষ্ণুপুর গ্রামে একটি মোটরসাইকেল কে কেন্দ্র করে  তুলকালাম কান্ডের সৃষ্টি

Arifuzman Arif
এপ্রিল ১৮, ২০২২ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

ঝিকরগাছা প্রতিনিধি।।ঝিকরগাছার বিষ্ণুপুর গ্রামে একটি মোটরসাইকেল কে কেন্দ্র করে  তুলকালাম কান্ডের সৃষ্টি হয়েছে।

দিনভর এলাকার সাধারণ মানুষ ও প্রশাসনের মধ্যে নানা ধরণের প্রশ্নের সৃষ্টি হলেও দিনশেষে কিছুই পাওয়া যায়নি সেই মোটরসাইকেলে।

এ ঘটনায় ১৩টি মোটরসাইকেল ও ১১ জনকে আটক করেছে পুলিশ। তবে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন পুলিশের সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) জুয়েল ইমরান।

ঘটনাটি উপজেলার হাজিরবাগ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে।

বিষ্ণুপুর গ্রামের আব্দুল বারিক সাংবাদিকদের জানান, রোববার সকাল ৭ টার দিকে তার বাড়িতে ৩ জন ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে আসে। তারা কাউকে কিছু না বলে মোটরসাইকেলটি রেখে চলে যায়। এসময় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে বিষয়টি জানান। তার কিছুক্ষণ পরেই ২০/২৫টি মোটরসাইকেলে প্রায় ৫০ জন লোকজন এসে মোটরসাইকেলটি নিয়ে যেতে চাইলে স্থানীয় গ্রাম পুলিশ সাইদুল ইসলাম ও গ্রামবাসী বাঁধা দিলে তারা গ্রামপুলিশ ও ইব্রাহিম হোসেনের ছেলে বাবুকে ধাক্কাধাকি করতে থাকে। ঘটনা দেখে মহল্লার নারী-পুলিশ সবাই মিলে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করেন।

এসময় বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামরুজ্জামান, এএসআই রিয়াজুল ইসলাম ও এএসআই স্বপন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থালে পৌছে গ্রামবাসীর সহযোগিতায় ১১ জনকে আটক করে এবং বাকীরা পালিয়ে যায়।তবে তারা ঘটনাস্থলে ১৩ টি মোটরসাইকেল ফেলে যায়।

আটককৃতরা হলো, শার্শা উপজেলার বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আশিকুর রহমান (৩২), পুটখালী গ্রামের হাশেম আলী চেলে অসীম উদ্দীন (২৭), আব্দুল কাদেরের ছেলে মনিরুজ্জামান (৩০), ইমাদ মোড়লের ছেলে নাসির উদ্দীন (৩৯),আবুল খায়েরের ছেলে খোরশেদ আলী, দেলোয়াড় মোড়লের ছেলে নুর হোসেন (৪৫),মোজাম্মেল হক সরদারের ছেলে মহাব্বত আলী (৩৬),ইদ্রিস আলীর চেলে মিলন কবীর (২৮), বারোপোতা গ্রামের মোহর আলীর ছেলে আব্বাস আলী (৩০), তৈয়বুর রহমানের ছেলে আলাউদ্দীন (২৪) ও বাগআঁচড়া গ্রামের রেজাউল মোড়লের ছেলে সজীব হোসেন (২৫)।

দুপুরের পরে ঘটনাস্থলে আসেন সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) জুয়েল ইমরান, ঝিকরগাছা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. কাজী নাজিব হাসান, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, অফিসার ইনচার্জ (ডিবি) রুপন কুমার সরকার।

স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে মোটর সাইকেলের সিটকভার, ট্যাংকিসহ গুরুত্বপূর্ণ জায়গা গুলো খুলে দেখা হয় কিন্তু তাতে কোন কিছুই পাওয়া যায়নি।

এসময় উপস্থিত সাংবাদিকদের সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) জুয়েল ইমরান বলেন, দিনভর বিষয়টি নিয়ে নানা গুঞ্জন ছিল।

মুল ঘটনা উদঘটনের জন্য আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং যে গাড়িটি নিয়ে এ ঘটনা সৃষ্টি এ গাড়ির রেজিস্ট্রেশন (যশোর-ল-১১-৬৮০৬) অনুযায়ী মালিক খুঁজে বের করে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কেন সে এখানে এসেছে?।

গ্রামবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, তাদের যদি কেউ কোনো সমস্যা সৃষ্টি করতে চায়, তাহলে তাৎক্ষণিক ভাবে জানানোর অনুরোধ হয়। দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।