
মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৪এপ্রিল) সকাল ১০,৫০টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে কিছু রাস্তা প্রদর্ক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাষ্টার, পৌর মেয়র আঃ হান্নান তালুকদার, ভুমি সহকারী কমিশনার এবিএম আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু, কাজিপুর থানার তদন্ত কর্মকর্তা সোহেব আলী খান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, গান্ধাইল ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সহ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা গন।