শেখ শিবলী রাজশাহী ব্যুরো।।রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও বাংলাদেশ বেতার শিল্পী সংস্থার রাজশাহী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কণ্ঠ শিল্পী নিজামুল ইসলাম খান ওরফে অথেল (৬২) হত্যা মামলার একমাত্র আসামি সাইদুল ইসলাম আজাদ ওরফে হ্যাপীকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গনকা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। সন্ধ্যায় র্যাব-৫ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
এর আগে গত রোববার বিকালে নগরীর রাজার হাতা এলাকায় বাড়ির সামনে প্রতিবেশী সাইদুলের সঙ্গে ধস্তাধস্তি হয় নিজামুলের। পরে সাইদুল হাসপাতালে ভর্তি হন। তবে কিছুক্ষণ পর নিজামুলের মৃত্যুর খবর পেলে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় নিজামুলের ছেলে বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় হত্যা মামলা করেন। নিজামুলের বাবা আইনজীবী নজরুল ইসলাম খান রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন।