
বিশেষ প্রতিনিধি।। যশোরের ডেন্টাল চিকিৎসক আরিফুল ইসলাম মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। যার ফল শ্রুতিতে তিনি তার বাহিনী দিয়ে চিকিৎসকদের উপর হামলা ও ফেসবুকে বিভ্রান্তি কর অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। আরিফের এহেন কর্মকান্ডে ডেন্টাল সার্জন’স ফোরম ক্ষুদ্ধ ও ব্যথিত।
সোমবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিব্যক্তি প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেন্টাল সার্জন’স ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার মাহসুবুর রহমান, সাবেক সভাপতি ডাক্তার ইয়াকুব আলী, যুগ্ম সম্পাদক ডাক্তার বিধান কৃষ্ণ সাহা, দফতর সম্পাদক ডাক্তার মাজহারুল ইসলাম রিপন, কোষাধ্যক্ষ ডাক্তার ইয়াসির আরাফাত, প্রচার সম্পাদক ডাক্তার মতিউর রহামন সোহাদ, ডাক্তার শের আলী, ডাক্তার নাসিম জামান রিফাত, ডাক্তার ভুইয়া মোহাম্মদ আলম, ডাক্তার মাহমুদুল হাসান কাকন, ডাক্তার আশিকুর রহমান ড্যানি, ডাক্তার আনোয়ার পল্লব প্রমুখ।
লিখিত বক্তব্যে ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ডাক্তার নাসিম জামান রিফাত ডেন্টাল সার্জন’স ফোরামের নির্বাহী সদস্য।
তিনি বর্তমানে যশোর ছাড়াও ঢাকায় চেম্বার করছেন। গত ২১ মার্চ রাতে ঢাকায় রিফাতের চেম্বারে শেখ শরিফ উদ্দিন একজন রোগী দেখাতে যান। এ সময় তিনি রোগীর একটি এক্সরে রিপোর্ট দেখানা। ডাক্তার রিফাত রোগী আনার অনুরোধ করলে তিনি চলে যান। রাত ১০টার পর চেম্বার শেষে নিচের প্রধান গেটের সামনে আসলে শরিফ উদ্দিন সহ অপরিচিত কয়েকজন তার উপর হামলা করে।
এ ব্যাপারে মিরপুর থানায় অভিযোগ দিলে সিসি টিভির ফুটেজ দেখে ডাক্তার আরিফুল ইসলামের সহকারী শোভন হোসেন সাদ্দামকে আটক করে পুলিশ। ডাক্তার আরিফ আদালত থেকে শোভনকে জামিনে ছাড়িয়ে এনেছেন। এরপর ডেন্টাল সার্জন’স ফোরামের নেতৃবৃন্দের নামে অপপ্রচারে নেমেছেন আরিফুল ।
তিনি বলেন, ডাক্তার আরিফ আমাকে গডফাদার, মাফিয়া ও প্রাননাশের হুমকি দাতা হিসেবে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এধরনের ভিত্তিহীন অপপ্রচারে ডেন্টাল সার্জনদের সামাজিক সর্যাদ চরমভাবে ক্ষুন্ন হচেছ। প্রকৃত পক্ষে ডাক্তার আরিফুল বিএমডিসি অনুমোদন বিহীন একজন চিকিৎসক। তিনি এ ডিগ্রি ব্যবহার করে রোগীদের বিভ্রান্ত করছেন।
বিষয়টি সিভিল সার্জনসহ চিকিৎসক সমাজ জানে। তিনি আরিফুল ও তার সন্ত্রাসী বাহিনীর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীকে বিচারের আওতায় আনার আহবান জানিয়েছেন ।