ঢাকামঙ্গলবার , ১২ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

চৌগাছার আলোচিত জোড়া হত্যাকান্ডের মিশন সদস্য বিল্লাল ও তার স্ত্রী রুপালি আটক 

Arifuzman Arif
এপ্রিল ১২, ২০২২ ১২:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।।চৌগাছার টেঙ্গুরপুরের আলোচিত জোড়া হত্যাকান্ডের মিশন সদস্য বিল্লাল ও তার স্ত্রী রুপালি কে আটক করেছে র‌্যাব।

১০ এপ্রিল দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে তাদের আটক করা হয়।

৭ এপ্রিল রাত সাড়ে দশ টায় চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর মোড়ে একই গ্রামের ইউনুস আলী খান ও তার ভাই আইয়ুব আলী খানকে কুপিয়ে হত্যা করা হয়।

আবজেল খানের ছেলে বিপুল, মুকুল, বিল্লাল ও তার স্ত্রী রুপালি বেগম চাপাতি, হাসুয়া, লাঠি নিয়ে অতর্কিত হামলা চালায়।

একটি দোকান চালানোর পাশাপাশি মুকুল নিহত দের জমিতে ও কাঠগোলায় শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন দোকানী মুকুলের সাথে কথা কাটাকাটি হয় আইয়ুব আলী খানের।

এসময় উত্তেজিত হয়ে বিপুল ও মুকুল পক্ষ আয়ুব আলী খান ও তার ভাই ইউনুছ আলী খান, ভাতিজা আসাদুজ্জামান খান রনিকে এলোপাতাড়ি কোপায়। খুন হন ইউনুছ আলী খান ও আয়ুব আলী খান। আর এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আসাদুজ্জামান খান রনি।

ওই ঘটনায় ৮ এপ্রিল সকালে আটক করা হয় মুকুল ও বিপুলকে। আর পালিয়ে যায় বিল্লাল ও তা স্ত্রী রুপালি বেগম।

বিষয়টি র‌্যাব তদন্ত শুরু করে। এক পর্যায়ে তারা আটক হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।