
বেত্রাবতী ডেস্ক।।মহান স্বাধীনতা যুদ্ধের বীর সৈনিক সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাংসদ, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বি এম নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হেল বাবু, সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন, পৌর জাতীয় পার্টির সভাপতি শামছুর রহমান, সাধারণ সম্পাদক আজিবার রহমান, যুব সমাজের লাবলু সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সৈয়দ দীদার বখত্।
জাতীয় পার্টির বিবৃতিতে জানান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের মৃত্যুতে শুধুমাত্র আওয়ামীলীগ নয় কলারোয়াবাসী একজন অভিভাবক হারালেন। যেটি সকল স্তরের জনগণের জন্য বেদনা দায়ক। মহান আল্লাহ্ পাক তাকে বেহেশত দান করুন।
উল্লেখ্য সম্প্রতি তিনি ব্যাঙ্গলুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন। গত মঙ্গলবার তিনি ঢাকায় গিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকা স্পেশালাইডজ হাসপাতালে ইন্তেকাল করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।