
মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ভুমিহীন গৃহহীন (ক শ্রেনী) পরিবারের শতভাগ পুনর্বাসন বাছাইকরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭এপ্রিল) বেলা সাড়ে ১১টায় কাজিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ ১সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাষ্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শাপলা খাতুন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারুল, চরগিরিশ ইউপি চেয়ারম্যান এসএম জিয়াউল হক প্রমুখ
এসময় ১২টি ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য গন উপস্থিত ছিলেন।