
আসাদুজ্জামান নয়ন।।ঝিকরগাছার নির্বাসখোলা ইউনিয়নের বেড়ারু পানি এলাকায় মৌমাছির আক্রমনে মর্জিনা বেগম নামের এক মহিলার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে বাড়ির পাশে কাঁঠাল গাছে নিচ দিয়ে যাওয়ার সময় মৌমাছির কামড়ে আহত হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মর্জিনা বেগম (৫২) ঝিকরগাছা বেড়ারু পানি এলাকার মৃত আজহার আলীর স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, মর্জিনা বেগম মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় মাঠ থেকে ফিরছিলো। ফেরার পথে একটি বাঁশ বাগানের ভিতরে কাঠাল গাছে ছিলো মৌমাছির চাক। সেই সময় চাক থেকে মধু সংগ্রহের কাজ চলছিলো। মর্জিনা বেগমকে সেই পথ দিয়ে না ফিরতে অনেকেই নিষেধ করে। তিনি তা না শুনে চলে আসতে গেলে অনেক গুলো মৌমাছি তাকে আক্রমণ করে। পরে এলাকাবাসি তাকে উদ্ধার করে দ্রুত নাভারণ সরকারি হাসপাতালে নেওয়ার পর ডাঃ তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের মেম্বার আইনাল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।