
মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।কাল ২এপ্রিল জননেতা প্রয়াত মোহাম্মদ নাসিমের ৭৪তম জন্মদিন উপলক্ষে হতদরিদ্রের মাঝে সাবেক কাজিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক টিএম শফিকুল ইসলাম শফির আয়োজনে ত্রাণ বিতরণ করা হয়।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই এলাকার ২০০ দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়।
শুক্রবার দুপুরে মেঘাই দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তবে এমপি জয় বলেন, জননেতা মোহাম্মদ নাসিমের আদর্শের সৈনিকদের কর্মকান্ডের প্রতি আমি কৃতজ্ঞ আজ তারা সমাজের দরিদ্রদের পাশে দাঁড়িয়ে প্রমাণ করে যাচ্ছেন।
সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেফাজ উদ্দিন মাস্টার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর পৌর মেয়র আঃ হান্নান তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ মতিন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ত্রান সহায়তা হিসেবে ছিল চাল,চিনি, ছোলা, খেজুর ও লাচ্ছা সেমাই।