
বেত্রাবতী ডেস্ক।।শার্শায় প্রাইভেটকারের ধাক্কায় আবু শামা (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৩০ শে মার্চ) সন্ধার দিকে যশোর- বেনাপোল মহাসড়কের কামারবাড়ী মোড় নামক স্হানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আবু শামা উপজেলার চটকাপেতা গ্রামের মৃত আইনউদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,সন্ধায় বাড়ীর ব্যবহৃত গ্যাসের চুলা মেরামত করার জন্য বাইসাইকেল নিয়ে শার্শর কামারবাড়ী বাজারে আসছিলো।পথিমধ্যে কামারবাড়ী মোড়ে পৌছালে বেনাপোল গামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নাভারন হাইওয়ে থানার ওসি মন্জুরুল ইসলাম জানান, বিষয়টি নিশ্চিত করেছেন এবং পালিয়ে যাওয়া প্রাইভেটকারটি আটক চেষ্টা চলছে বলে তিনি জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।