
বেত্রাবতী ডেস্ক।।না ফেরার দেশে চলে গেলেন শার্শার কায়বা ইউনিয়নের দাউদখালী গ্রামের আব্দুল মান্নান চৌকিদার। ( ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে ২ মেয়ে ২ স্ত্রী সহ অনেক আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব রেখে গেছেন।
মঙ্গলবার (২৯মার্চ) রাত ৩ টায় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
মরহুম আব্দুল মান্নান চৌকিদার কে দেখতে ও তার শোক সন্তপ্ত পরিবারকে শান্তনা দিতে তার বাড়ীতে ছুটে যান কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন।
বাদ জোহর জানাযা নামাজ শেষে স্হানীয় কবর স্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য মান্নান চৌকিদার উপজেলার কায়বা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড দাউদখালী গ্রাম পুলিশে চাকুরী করতেন। গত সোমবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে কলারোয়ার গয়ড়া বাজারে একটি ক্লিনিকে ও পরে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।