
বেত্রাবতী ডেস্ক।।শার্শার বাগআঁচড়ায় ডাঃ আফিল উদ্দীন কলেজ নানা আয়োজনে ৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে ডাঃ আফিল উদ্দীন কলেজ আয়োজিত আলোচনা সভা,, খেলাধুলা,, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ডাঃ আফিল উদ্দিন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালেক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ রিজাউল করিম।
অন্যন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল লতিফ ধাবক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান হাঁই, বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দীন ডিগ্রী কলেজের ইংরাজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আনোয়ার হোসেন, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শরিফুল ইসলাম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল কাসেম,উপজেলা আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মন্ডল,বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আসাদুল ইসলাম মেম্বর, ইউনুস আলী, আসমা খাতুন মেম্বর সহ কলেজের সকল শিক্ষকমন্ডলী ছাত্রছাত্রীরা।