
বেত্রাবতী ডেস্ক।।শার্শার কায়বা বাইকোলা মাধ্যমিক বিদ্যালয়ে বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় দিনভর নানা কর্মসূচিতে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
শনিবার দিবসটি পালনে কর্মসূচির মধ্যে ছিলো ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
বিকালে স্কুল কমিটির নব নির্বাচিত সভাপতি আশানুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কায়বা ইউনিয়নের চেয়ারম্যান আলতাব হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাহবুর রহমান, মেম্বর আলমগীর কবীর বদু,সাংবাদিক আরিফুজ্জামান আরিফ,, আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম সরদার, যুবলীগ নেতা হাসান, মোস্তফা,ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন প্রান্ত সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা,ছাত্রছাত্রী ও এলাকার সূধীজনেরা।
সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।