ঢাকাশনিবার , ২৬ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে ১১ মামলার তালিকাভূক্ত সন্ত্রাসী ইয়াবা সহ গ্রেফতার

Arifuzman Arif
মার্চ ২৬, ২০২২ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।।বেনাপোল সীমান্তে ঝিকরগাছা থানার তালিকাভূক্ত সন্ত্রাসী ১১ মামলার আসামী সাগরকে (২৭) ৬শ পিচ ইয়াবা ও একটি মোটর সাইকেল সহ গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ মার্চ) দুপুরে বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাগর ঝিকরগাছা থানার কৃষ্ণনগর ডাক বাংলো পাড়ার মৃতঃ শাহাদৎ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্য ছিল একাধিক মামলার আসামি বেনাপোল কাগমারী এলাকায় অবস্থান করছে, এমন খবরে বেনাপোল পোর্ট থানা যশোরের সার্বিক তত্ত্বাবধানে এসআই রোকনুজ্জামান অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সাগরকে গ্রেফতার করে।

এসময় তার কাছে ৬শ পিচ ইয়াবা, ১টি নীল রংয়ের APACHAE মোটর সাইকেল ও ৩টি মোবাইল ফোন পাওয়া যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, আটক আসামি বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য যে, সিডিএমএস যাচাই করিয়া তার বিরুদ্ধে ০১ টি বিস্ফোরক মামলা, ০২ টি অস্ত্র মামলা, ০৫ টি মাদক মামলা, খুন সহ অন্যান্য মামলা ০৫ টি বিজ্ঞ আদালতে চলমান রয়েছে বলে জানায় পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।