
মিজানুর রহমান মিনু কাজিপুর।।প্রতি বছরের মত এবারও কাজিপুর উপজেলার ৭শ সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করবেন জনপ্রিয় সামাজিক সংগঠন ৯৫ ফাউন্ডেশন কাজিপুর।
আগামিকাল ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছে কাজিপুরের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
এছাড়াও উপজেলা চেয়ারম্যান মো: খলিলুর রহমান সিরাজী, ৯৫ ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মো: আবু রায়হান, সিনিয়র সহসভাপতি প্রকৌশলী মো: আব্দুল্লাহ আল নোমান জাকির সাধারণ সস্পাদক ছাব্বির আহমেদ সহ অনন্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করবেন।
অনুষ্ঠানটি সিমান্তবাজার সংলগ্ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।