ঢাকামঙ্গলবার , ২২ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরের গান্ধাইল সাব-রেজিস্ট্রী অফিসে কথিত দলিল লেখক নামধারীদের প্রতারণার শিকার হচ্ছে জমি ক্রয় বিক্রয়কারীরা

Arifuzman Arif
মার্চ ২২, ২০২২ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল সাব রেজিস্ট্রী অফিসে কথিত দলিল লেখক নামধারীদের প্রতারণার শিকার হচ্ছে জমি ক্রয়, বিক্রয় কারীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জমি ক্রয়, বিক্রয় কারী জানান গান্ধাইল সাব রেজিস্ট্রী অফিসে প্রায় ১০/১২জন কথিত দলিল লেখক নামধারী আছে। যারা নিজেকে দলিল লেখক বলে দাবি করে। আসলে তারা দলিল লেখক না। রেজিস্ট্রী দলিল লেখকের কাছে কাস্টমার নিয়ে আসেন।

জমি ক্রয় বিক্রয় কারীদের বেকায়দায় ফেলে অফিস খরচের নামে প্রতি দলিলে সরকারি ফ্রির চেয়ে ১০/ ১২ হাজার টাকা বেশিতে কাজ করতে বাধ্য করে কথিত এসব নামধারী দলিল লেখক।

মঙ্গলবার (২২ মার্চ) সরে জমিনে গিয়ে সুত্রে যানা যায় গান্ধাইল সাব রেজিস্ট্রী অফিসে কথিত নাম ধারী দলিল লেখক নোমান,আনোয়ার, ও আব্দুল্লাহ সহ ১০/১২ জন আছে।যাদের দ্বারা প্রতারণার শিকার হচ্ছে জমি ক্রয়, বিক্রয় কারীরা।

দীর্ঘ দিন ধরে এই চক্রটি কাজ করে আসছে বলে সুত্রে জানা যায়।

গান্ধাইল সাব রেজিস্ট্রী দলিল লেখক সমিতির সভাপতি দলিল লেখক শমসের আলীর কাছে নামধারী দলিল লেখকের ব্যাপারে জানতে চাইলে এই প্রতিনিধিকে জানান, এখানে আমরা যারা দলিল লেখক আছি তাদের সহকারী হিসেবে কাজ তারা। সহকারীরা নিজেরাও স্যারের সামনে যায় দলিল ধরে।

গান্ধাইল সাব রেজিস্ট্রী দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক দলিল লেখক শফিকুল ইসলাম বলেন,রেজিস্ট্রীকৃত দলিল লেখক ছাড়া সহকারী বলে আইনে কিছু নেই।অফিসে প্রবেশ করার প্রশ্নই আসে না। যারা এগুলো করে তারা অন্যায় করে তাদের আইনের আওতায় আনা উচিত।

সাব রেজিস্ট্রী অফিস সহকারী রজব আলী জানান, আমাদের অফিসে রেজিস্ট্রীকৃত দলিল লেখক ছাড়া কোন দালাল প্রবেশ করার এখতিয়ার নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।