
যশোরে যাত্রীবাহী বাস উল্টে তোতা মিয়া (৩৫) নামে এক হেলপার নিহত হয়েছেন। এসময় নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে যশোর-বেনাপোল সড়কের লাউজানী নামক স্থানে দুর্ঘটনাটি ঘটেছে।
আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তির কার্যক্রম চলছে। ইতোমধ্যে ১০ জন নারী-পুরুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর হাইওয়ে থানার এসআই আমিরুজ্জামান বলেন, ঘটনাস্থলেই তোতা মিয়ার মৃত্যু হয়েছে। তোতা মিয়া যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের হাফিজুর শেখের ছেলে।
আহত যাত্রীরা জানিয়েছেন, বেনাপোল থেকে যাত্রী নিয়ে বাসটি যশোর আসার সময় পথিমধ্যে লাউজানী গেট নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে যায়। তখন বাস থাকা যাত্রীরা কম বেশি আহত হন। বাসে ৫০ জনের মতো যাত্রী ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।