
বেত্রাবতী ডেস্ক।।স্বাধীনতার ৫০বছর পূর্তিতে শার্শার কায়বা ইউনিয়ন পরিষদের উদ্দোগে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহ্ঃস্পতিবার বিকাল ৪টায় উপজেলার চালিতাবাড়ীয়া দীঘা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ কেরবান আলী, সাবেক মেম্বর টিপু সুলতান,শার্শা উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ চঞ্চল, মিলন হোসেন, মিন্টু, মোস্তফা সহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ ও ইউনিয়ন পরিষদের মেম্বরগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে”মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের জাতীয় পতাকা ও ফুলের মালা দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
সবশেষেে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।