
বেত্রাবতী ডেস্ক।। সারাদেশের ন্যায় শার্শার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সার্বিক আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা ,মুক্তিযুদ্ধের স্মৃতিচারন ও নিরত্ব গাঁথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহঃস্পতিবার বিকালে উপজেলার ধান্যখোলা প্রাথমিক বিদ্যালয় মাঠে বাহাদুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান তিতাসের সভাপতিত্বে বাহাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানের সার্বিক সহযোগিতায় ও তত্বাবধানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল।
এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, শার্শা উপজেলা শাখার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াজেদ আলী লাল,৫নং ওয়ার্ড মেম্বর বখতিয়ার জামান,সমাজসেবক ইবাদুল বিশ্বাস সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ইউনিয়ন পরিষদের সকল মেম্বরগন।
সবশেষে রাতে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।