
বেত্রাবতী ডেস্ক।।শার্শায় শিম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে পারুল বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড কলোনি পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত পারুল বেগম শার্শার কলোনী পাড়ার আইজুল ইসলামের স্ত্রী।
শার্শার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক বলেন, বাড়ির আঙ্গিনায় একটি শিম গাছ থেকে দুপুরে ঐ নারী শিম পাড়তে উঠলে অসাবধানতাবশত পড়ে গুরুতর আহত হয়।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।