
বেত্রাবতী ডেস্ক।।বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে ২৬ফেব্রুয়ারি শনিবার বিকাল ৩,৩০টায় ঢাকার পুরাতন পল্টন, পল্টন টাওয়ার এর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ,র, কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা গুনীজন সন্মাননা প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
করোনা মহামারীতে জনসচেতনতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য , ভাষাবিদ ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২২ মনোনীত হয়েছেন সিরাজগঞ্জের সদর উপজেলার ১নং রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম জুড়ান সহ সারা বাংলাদেশে মোট ৩৮জন।
সারা বাংলাদেশে মোট ৩৮ জন গুণীজনকে শিক্ষকতায়, সমাজসেবায় বিভিন্ন পেশায় ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর গোল্ডেন এ্যাওয়ার্ড প্রদান করা হয়। বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উপদেষ্টা ডঃ আতাউল্লাহ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি বীর মুক্তিযোদ্ধা এম ফারুক চেয়ারম্যান শ্রম আপীল ট্রাইবুনাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী প্রমুখ