
বেত্রাবতী ডেস্ক।।শার্শায় উপজেলা ভ্যাকসিনেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে ৪ টায় শার্শা উপজেলা পরিষদ ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইউসুফ আলীর সঞ্চালনায় ভ্যাক্সিনেশন সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মীর আলীফ রেজা।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনখান,বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কামাল হোসেন ভূঁইয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, বিআরডিবি কর্মকর্তা বিল্লাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া,সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, শার্শা ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান,বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক,সহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা প্রমুখ।